বড় খবর: ভেঙে পড়ল অত্যাধুনিক হেলিকপ্টার MI-17, গুরুতর আহত CDS বিপিন রাওয়াত


ODD বাংলা ডেস্ক: তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির কাছে আচমকা ভেঙে পড়ল হেলিকপ্টার MI-17। ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জানা গিয়েছে, মোট ন' জন ছিলেন ওই বিমানে। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফট্যানান্ট কর্নেল হরজিন্দর সিং, NK গুরসেবক সিং, জিতেন্দ্র কুমার, L/NK বিবেক কুমার, L/NK বি সাই তেজা এবং হাভ সৎপাল। ইতিমধ্যেই বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।শেষ পাওযা খবর অনুযায়ী তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর।

জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, যে বিমানটি ভেঙে পড়ে তা MI সিরিজের (MI-17) ছিল। কোয়েম্বাটুর থেকে কুন্নুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই বিমান। দু'টি জায়গার দূরত্ব ৫০ কিলোমিটার ছিল। পাহাড়ি ওই এলাকা পেরোতে ২০-৩০ মিনিট লাগে। দিল্লি থেকে স

ইতিমধ্যেই ঘটনাটি জানিয়ে টুইট করেছে বায়ুসেনা। কী ভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে। ঘটনার পর বায়ুসেনার টুইট, তামিলনাড়ুর কুন্নুরে একটি IAF MI-17V5 হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এদিন। ওই কপ্টারে ছিলেন CDS জেনারেল বিপিন রাওয়াত। কেন ওই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.