যেভাবে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত

ODD বাংলা ডেস্ক: ত্রাস ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে এ প্রজাতির উপসর্গ সম্পূর্ণ আলাদা। করোনার অন্য ধরনগুলোর উপসর্গগুলো ছিল মূলত জ্বর- সর্দি-কাশি, স্বাদ-গন্ধ চলে যাওয়া ইত্যাদি। তবে ওমিক্রনের ক্ষেত্রে এগুলোর বালাই নেই।

আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি জানান, এ ভ্যারিয়েন্টের উপসর্গ হচ্ছে শরীরে দুর্বল ভাব, সারাদেহে যন্ত্রণা ও মাথাব্যথা।

সাধারণত, ওমিক্রন প্রতিরোধে সঠিকভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ঘন ঘন হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা।

এরই মাঝে সুখবর দিয়েছে বিশ্বের কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা ওমিক্রন রুখতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে। নোভাভ্যাক্স, ফাইজার, মডার্নার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোও এ ভ্যারিয়েন্ট প্রতিরোধে টিকা তৈরি করছে।

এরইমধ্যে সবাইকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওমিক্রন পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। শঙ্কা করা হচ্ছে, যাদের শরীরে আগে কোভিড-১৯ ছিল, তারা সহজেই এতে ফের সংক্রমিত হতে পারেন। বর্তমান ভ্যাকসিনগুলো এটি প্রতিরোধে সবসময় কার্যকর নয়। ডেল্টার চেয়েও এ স্ট্রেন বেশি সংক্রামক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.