আড়াই হাজার মাইল হেঁটে মনিবের বাড়ি ফেরে হারিয়ে যাওয়া কুকুর

 


ODD বাংলা ডেস্ক: পশু-পাখির সঙ্গে মানুষের সখ্য প্রাচীনকাল থেকেই। বর্তমান সময়ে প্রাচ্য-পাশ্চাত্যের শহর গ্রাম সর্বত্রই বাড়িতে পোষা পশু-পাখির দেখা মেলে। পোষা প্রাণীর ক্ষেত্রে অনেকেই কুকুর বেছে নেয়। আর কুকুরের মনিব ভক্তির কথা আলাদাভাবে না বললেও চলে। কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বের নিদর্শনও অসংখ্য। তবে মনিব ভক্ত একটি কুকুর হারিয়ে যাওয়ার পর আড়াই হাজার মাইল হেঁটে মনিবের বাড়িতে ফেরার ঘটনা জানলে সবারই বিস্মিত হওয়ার কথা। অবিশ্বাস্য হলেও বাস্তবে এমন কাণ্ডই ঘটিয়েছিল ‘ববি’ নামের একটি পোষা কুকুরছানা।

ঘটনাটি ১৯২৩ সালের আগস্ট মাসের। ‘ববি’ নামের কুকুরছানাটির বয়স তখন দুই বছর। ব্রাইজার নামের এক ব্যক্তির পোষা কুকুরছানা ছিল ‘ববি’। ব্রাইজার পরিবারসহ যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের সিলভার্টনের নিজ বাড়ি থেকে গ্রীষ্মকালীন ভ্রমণে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওলকটে যায়। সেখানে তার কিছু আত্মীয়-স্বজন বসবাস করতো। যাওয়ার সময় ব্রাইজার নিজের প্রিয় কুকুরছানা ববিকেও সঙ্গে নেয়।


প্রথম দিকে তাদের যাত্রার সবকিছুই ঠিকঠাক চলছিল। ওলকটে পৌঁছানোর পর তাদের গাড়ির জ্বালানি ফুরিয়ে যায়। বিপত্তি বাঁধে গাড়ির জ্বালানি ভরার সাময়। ওলকটের একটি স্টেশনে জ্বালানি ভরার সময় কিছু রাস্তার কুকুর ববিকে তাড়া করে। ভয়ে দূরে পালিয়ে যায় ববি। নতুন জায়গায় সে পথ হারিয়ে ফেলে প্রাণীটি। কুকুরছানাটির মনিব অনেক খোঁজাখুঁজি করে। ব্রাইজার ববির ফিরে আসার জন্য কয়েক দিন অপেক্ষা করে। এমনকি সংবাদপত্রেও বিজ্ঞাপন দেয়। এরপর এক সপ্তাহের গভীর অনুসন্ধানের পর ববিকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় ব্রাইজার ও তার পরিবার। আশাহত হয়ে তারা ওরেগনে ফিরে যায়।


তারা ভেবেছিল আর কখনও তাদের প্রিয় কুকুরটি দেখতে পাবে না। তবে ববি সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছিল। তাও আবার নিখোঁজ হওয়ার ছয় মাস পর। ১৯২৪ সালের ফেব্রুয়ারির এক দিন কুকুরছানাটি সিলভার্টনে মনিবের বাড়িতে ফিরে আসে। সে সময় ববির শারীরিক অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছিল। অবিশ্বাস্য বিষয় হলো দুই বছর বয়সী কুকুরছানাটি বাড়িতে আসার জন্য ২৫৫০ মাইল হেঁটেছিল।


ববির অবিশ্বাস্য কীর্তির খবর শীঘ্রই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ব্রাইজার পরিবার ফ্যান মেইলে ভরে যায়। কেউ কেউ দাবি করেছিল যে, তারা ববিকে ফেরার পথে বিভিন্ন জায়গায় দেখেছে। এটির স্বতন্ত্র বৈশিষ্ট্য দ্বারা শনাক্ত করতে সক্ষম হয় তারা।


পোষা ও অন্যান্য প্রাণীদের জন্য কাজ করা সংস্থা ওরেগন হিউম্যান সোসাইটির কর্মকর্তারা প্রথমে ববির এই অবিশ্বাস্য কাহিনি শুনে ঘটনার সত্যতা নিয়ে সন্দিহান হয়েছিলেন। এরপর ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করে সংস্থাটি। এক্ষেত্রে তারা বিস্ময় কুকুর ববির ফিরে আসার পথে তাকে দেখা অনেকের সঙ্গে কথা বলে। তদন্ত শেষে ওরেগন হিউম্যান সোসাইটি নিশ্চিত হয় যে, ববির ঘটনা সত্য। তারা জানতে পারে প্রকৃতপক্ষে কুকুরছানাটি সম্ভবত ২৫৫০ মাইলেরও বেশি পথ ভ্রমণ করে মনিবের বাড়িতে ফিরেছিল।


এ ঘটনা প্রচারের পর ববি রীতিমত সেলিব্রিটি হয়ে ওঠে। রিপলির বিলিভ ইট অর নট-এ স্থান দেওয়া হয়েছিল প্রাণীটির। এমনকি দ্য কল অফ দ্য ওয়েস্ট নামে একটি নির্বাক সিনেমায় অভিনয় ববিকে অভিনয় করানো হয়েছিল। এছাড়া পোর্টল্যান্ড হোম শোতে নেয়া হলে ৪০ হাজারেরও বেশি লোক ববিকে দেখতে আসে। ১৯২৭ সালে মারা যায় বিস্ময় কুকুরটি। পোর্টল্যান্ডের হিউম্যান সোসাইটির পোষা পশুদের কবরস্থানে দাফন করা হয়েছিল ববিকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.