ছোট্ট ছেলে বড়শিতে ধরলো মাছ, আচমকা উঠে এল যমদূত!
ODD বাংলা ডেস্ক: ছেলের। ছেলেটি তার বাবার সঙ্গে গিয়েছিল মাছ ধরতে। ছিপ ধরে তার মাছ তোলাও হয়ে গিয়েছিল। তবে সে জানতো না ঐ পুকুরে রয়েছে দৈত্যাকার এক কুমির আছে। ছেলেটি বড়শি দিয়ে মাছ পেলেও মাছটিকে ডাঙ্গায় তোলার পর ঐ কুমিরটি এসে ছিনিয়ে নিয়ে যায়।
জানা যায়, এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার পাম কোস্টে। সিয়ান ম্যাকমোহন নামের এক ব্যক্তি তার ছেলে ডসনকে নিয়ে বাড়ির কাছাকাছি এক পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সেখানেই ছেলের মাছ ধরার দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন।
ভিডিওতে দেখা যাচ্ছে মাছটি পুকুর পাড়ে তুলে আনতেই কুমিরতি জল থেকে উঠে এসে ছিনিয়ে নিয়ে যায় বিরাট ঐ মাছ। একটু অসতর্ক হলেই বড়রকমের কোনো বিপদ হতে পারত, তবে ভাগ্যের জোরে তা হয়নি। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
Post a Comment