২০ ফুটের অজগরের ওপর গড়াগড়ি খাচ্ছে ছোট মেয়ে
ODD বাংলা ডেস্ক: সাপ দেখলে ভয়ে শিউরে ওঠে না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। বাচ্চারা তো আছেই, বড়রাও আঁতকে ওঠেন ভয়ে। সেই সাপের মুখোমুখি একরত্তি এক মেয়ে। আপাত ভাবে এটুকু শুনলে কোনো রোমহর্ষক কাহিনির দৃশ্য মনে হতে পারে। তবে এই মুহূর্তে ইন্টারনেট জুড়ে সাড়া ফেলে দেওয়া ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, সাপ ও ছোট মেয়ের মধ্যে সব সময়ই যে আতঙ্কই থাকবে তা নয়। কখনো কখনো তা হয়ে উঠতে পারে নির্ভেজাল বন্ধুত্বের কাহিনি।
ইন্টারনেটে যে কোনোটা কখন ভাইরাল হয় বলা মুশকিল। তবে পশুপাখিদের ভিডিওর একটি আলাদা জনপ্রিয়তা সব সময়ই থাকে। তবে সেই সব ভিডিওর মধ্যেও আলাদা করে নজর টানে সাপের ভিডিও। যেমন এই নয়া ভিডিওটি। ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওয়? সেখানে দেখা যায় ছোট একটি মেয়ের ২০ ফুটেরও বেশি বড় একটি অজগরের সঙ্গে খেলছে। তার পরনে লাল টি শার্ট, প্যান্ট ও নীল কিটো। একটি বাড়ির বাইরে বসে রয়েছে সে। আর তার সামনে রয়েছে এক অতিকায় অজগর সাপ! সে হেলেদুলে তার দিকে এগিয়ে আসছে।
তবে মেয়েটির মধ্যে কোনো তাপ-উত্তাপ নেই। সে ভয় তো পাচ্ছেই না বরং উপভোগ করছে সাপটির উপস্থিতি। সে রীতিমতো আনন্দ পাচ্ছে। তার মাথায় হাত রাখার চেষ্টা করছে সে। তারপর একসময় সাপের প্যাঁচানো শরীরের মধ্যে শুয়ে পড়ছে সে। তার মুখেচোখে উপচে পড়ছে খুশি।
একরত্তি ও ভয়ালদর্শন ঐ সরীসৃপের কাণ্ড দেখে বিস্মিত নেটিজেনরা। পাশাপাশি সবাই মেয়েটির সাহসের প্রশংসা করেছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে snake._.world নামের একটি অ্যাকাউন্টে।
Post a Comment