শিশুদের ফোন ধরতে নেই, তাই কেড়ে নিল বানর



 ODD বাংলা ডেস্ক: মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আছে ঠিকই। তবে তা ফোনের মাধ্যমে বেশি। রাস্তায় বের হলেই বাসে, ট্রেনের সবাইকে দেখা যায় ঘাড় মুখ গুঁজে ফোনে প্রচন্ড ব্যস্ত। তবে শুধু মানুষ নয়, বানর যে এতটা ফোনের প্রতি আসক্ত হতে পারে তা ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যায় না। 

সম্প্রতি একটি ভিডিওটি ভাইরাল হয়েছে, ভিডিওটিতে দেখা যায় ভারতেরই এক প্রত্যন্ত গ্রামে এক ছোট শিশু এবং বানর ছানার মধ্যে অদ্ভুত এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। ভালোবাসা ছাড়াও তাদের মধ্যে রয়েছে যথেষ্ট খুনসুটি।


ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল হয়ে যায়। বানরের এমন কাণ্ড সবার  বেশ পছন্দ হয়েছে। ছোট বানর কোলের কাছে ফোন একেবারে আঁকড়ে ধরে বসে আছে। বানরটি কিছুতেই ছোট শিশুকে ফোন দেবে না। বর্তমানে বিনোদনের একটি ক্ষেত্রে পরিণত হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.