এরই নাম ভালোবাসা, অসুস্থ হাঁসের অস্ত্রোপচারের সময় ঠায় দরজায় দাঁড়িয়ে সঙ্গিনী
ODD বাংলা ডেস্ক: মার্কিন মুলুকের এক জোড়া হাঁস রয়েছে। হাঁস দুইটির একটি হাঁস অসুস্থ ছিল। চিকিৎসা চলছিল হাঁসটির। আর উৎকণ্ঠায় দরজার বাইরে দাঁড়িয়েছিল সঙ্গিনী আরেকটি হাঁস। আর এই ঘটনাটি ঘটে আমেরিকার কেপ ওয়াইল্ডলাইফ সেন্টারে। সেই সংস্থার পক্ষ থেকেই ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশন থেকে যা জানা যায়, সেন্টারের বাইরেই হাঁস দুইটি ঘুরে বেড়াত।
অনেকদিন ধরে সেখানে হাঁস দুইটির বাস। অসুস্থ হাঁসটি পুরুষ হাঁস। আর এই হাঁসটির নাম আর্নল্ড। একদিন তাকে বারান্দায় অসুস্থ অবস্থায় দেখতে পান এক কর্মী। ঠিক করে চলতে পারছিল না হাঁসটি। কাছে গিয়ে ওই কর্মী দেখতে পান, তার পায়ে ক্ষত রয়েছে। হয়তো জলে কিংবা জঙ্গলে ঘোরার সময় কোনো বন্য প্রাণী আক্রমণ করেছিল। আর্নল্ডের এই অবস্থা দেখে তাকে সেন্টারের ভিতরে নিয়ে আসেন সেন্টারের কর্মী। সেখানে তার চিকিৎসা শুরু হয়।
প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, হাঁসটির অস্ত্রোপচার প্রয়োজন। সেই মতো অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে। অস্ত্রোপচার শুরু হওয়ার আগেই অপারেশন থিয়েটারের দরজায় টোকা পড়ে। সেই শব্দে ঘাড় ঘুরিয়ে কর্মীরা দেখেন দরজার পাশে এসে উপস্থিত হয়েছে আর্নল্ডের সঙ্গিনী।
দরজা খোলার চেষ্টা করছে সে। কিন্তু পারছে না। কিছুক্ষণের চেষ্টার পর ব্যর্থ হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে। আর্নল্ডের সঙ্গে কী হচ্ছে তা দেখে বোঝার চেষ্টা করে। এমন পরিস্থিতিতেই আর্নল্ডের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে দরজা খুলে দেওয়া হয়। ছুটে আর্নল্ডের কাছে চলে আসে তার সঙ্গিনী।
একে অন্যকে দেখে আস্বস্ত হয়। এখন অনেকটাই ভালো আছে আর্নল্ড। তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুটা সময় লাগবে। তখন আবারো প্রিয়তমার সঙ্গে জলে, জঙ্গলে ঘুরে বেড়াবে। হাঁস যুগলের এ কাহিনিতে মুগ্ধ নেটিজেনরা।
Post a Comment