সেলুনে চেয়ারে বসে দাড়ি কাটল বানর

 


ODD বাংলা ডেস্ক: সেলুনে সাধারণত পুরুষরা দাড়িগোঁফ কাটতে যায়। তবে কখনো কি শুনেছেন সেলুনে বসে বানর দাড়ি কাটে, তাও আবার গুছিয়ে সেলুনে বসে! সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় বেজায় মজা পেয়েছে নেটিজেনরা। 

অবিকল মানুষের মতো সেলুনের চেয়ারে বসে আছে বানরটি। গলায় আছে তোয়ালে। যা সাধারণত কোনো মানুষ চুল কাটার জন্য সেলুনে গেলে নাপিতরা দিয়ে থাকেন। সেলুনের এক কর্মী ট্রিমার দিয়ে চুল ও দাড়ি কেটে দিচ্ছেন ঐ বানরের। অন্যরা নিজেদের মোবাইলে ধারণ করে রাখেন অভিনব এ দৃশ্য।

ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা ঐ ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এবার অনেক বেশি স্মার্ট লাগছে। শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় ওই ভিডিও। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন হাজার হাজার মানুষ । মজার ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, 'কেয়া বাত হ্যায়।' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.