সকালের ব্রেকফাস্টে সুস্বাদু ‘প্যান কেক’
ODD বাংলা ডেস্ক: সকালের ব্রেকফাস্টের টেবিলে একটি মজাদার এবং স্বাস্থ্যকর খাবার হতে পারে ‘প্যান কেক’। কোনো ঝামেলা ছাড়াই কম সময়ে এই খাবারটি তৈরি করতে পারবেন আপনিও। এটি বাচ্চারাও খেতে বিষণ পছন্দ করে। তাছাড়া হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই ব্রেকফাস্টটি। চলুন তবে জেনে নেয়া যাক ‘প্যান কেক’ তৈরির রেসিপিটি-
উপকরণ: ময়দা এক কাপ, ডিম একটি, চিনি স্বাদ মতো, গুঁড়া দুধ আধা কাপ, বেকিং পাউডার দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল বা ঘি তিন টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য।
প্রণালী: প্রথমে ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি কোনোভাবে যেন ঘন বা পাতলা না হয়। এবার যে প্যানে কেক বানানো হবে তাতে একটু তেল বা বাটার দিয়ে মুছে নিতে হবে। এখন এক হাতা করে মিশ্রণ দিয়ে এক মিনিট ঢেকে দিন। এখন অপর দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিন। এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিন সুস্বাদু প্যান কেক।
Post a Comment