শীতে খুসখুসে কাশি সারছেই না? মুক্তি পেতে যা করবেন

 


ODD বাংলা ডেস্ক:  শীতকাল এলেই অনেকের জ্বর-সর্দি লেগেই থাকে।  কিছুদিন ঘরোয়া নিয়ম মেনে চললে সর্দি সারলেও সারতে চায় না খুসখুসে কাশি।  আর এই কাশি চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাক্ষণ গলার মধ্যে যেন একটা খুসখুসে ভাব লেগেই থাকে। এখন কথা হলো, শীতে এই কাশি থেকে মুক্তি পাবেন কিভাবে?


শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়ে যায়। এ জন্য এ সময় সুস্থ থাকতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। তার পরও যদি ঠাণ্ডা লেগে যায়, তাহলে দরকার কিছু নিয়ম মেনে চলা।


১. এক গ্লাস হালকা গরম জল  দুই চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত এক থেকে দুবার পান করুন। এতে কাশি অনেকটা কমে যাবে।


২. কাশি সারতে আদার টুকরো মুখে রাখতে পারেন। শুধু খেতে না পারলে লবণ মিশিয়ে আদা খেলে উপকার মিলবে।


৩. মধুতে নিয়ন্ত্রণে থাকে কাশি। সারা দিনে দুই থেকে তিনবার মধু খেতে পারেন। তবে মধু যেন খাঁটি হয়, সে বিষয়ে খেয়াল রাখুন।


৪. গরম জল দিয়ে গার্গল করুন। এক গ্লাস গরম জল  এক চিমটি লবণ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে গার্গল করুন।  এটি কাশি কমাতে সাহায্য করবে।


৫. সব সময় হালকা গরম জল পান করুন। গরম জল দ্রুত সুস্থতা দান করবে।


৬. গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। নিমেষে দূর হবে কাশি।


৭. বেশি কাশি হলে মুখে লবঙ্গ রাখুন। এতে করে আরাম পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.