টিকা নেয়ার ভয়ে সারাদিন গাছে!
ODD বাংলা ডেস্ক: টিকা নিয়ে মানুষের মধ্যে হাজার ভীতি। যেখানে করোনার রাশ টানতে একমাত্র ভরসা টিকা। সেই টিকা নিয়েই নানা গুজব। কেউ বলছে টিকা নিলে মৃত্যু হতে পারে। হাজার উপায়ে বোঝানোর চেষ্টা করা হলেও টিকা সংক্রান্ত ভ্রান্ত ধারণার অবলুপ্তি এখনও হয়নি। তারই প্রমান মিললো ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার পাটানকালান গ্রামে।
জানা যায়, সেখানকার এক ব্যক্তি টিকার ভয়ে গাছে উঠে বসে আছে সারা। যতক্ষণ না টিকাকরণ শিবির শেষ হয়, ততক্ষণ গাছেই বসে ছিলেন তিনি। এমনকি তার স্ত্রীও যাতে টিকা নিতে না পারেন, তাই স্ত্রীর আধার কার্ডও (ইআইডি) তিনি তার সঙ্গে নিয়ে নেন।
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি টিকাকরণের জন্য রাজগড় জেলার পাতানকালান গ্রামে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। গ্রামের অনেকই টিকা নিতে ক্যাম্পে আসেন। তবে কানওয়ারলাল নামে এক ব্যক্তি বেঁকে বসেন। নিজে টিকা নেননি। অনেক বুঝিয়ে তার স্ত্রীকে টিকা নিতে রাজি করিয়ে ফেলেন স্বাস্থ্যকর্মীরা। তাকে নিয়ে যাওয়া হয় টিকাকরণ শিবিরে।
স্ত্রী রাজি হলেও তার আধার কার্ড লুকিয়ে পেলে স্বামী। উঠে যান গাছের ডালে। করোনা টিকাকরণের সময় যেহেতু আধার কার্ডের মতো পরিচয়পত্র আবশ্যিক, তাই কানওয়ারলালকে নেমে আসতে বলেন গ্রামবাসীরা। তবে নিজের জেদে অনড় থাকেন। স্বাস্থ্যকর্মীরা গ্রাম থেকে যাওয়ার পরই নেমে পড়েন গাছ থেকে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ব্লকের স্বাস্থ্য কর্মকর্তারা। কথা বলেন কানওয়ারলালের সঙ্গে। জানা যায়, প্রবল জ্বর, গায়ে ব্যথা ও সর্দির ভয়ে নিজে টিকা নেননি ওই ব্যক্তি। স্ত্রীকেও নিতে দেননি।
Post a Comment