শীতের পোশাক কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

 


ODD বাংলা ডেস্ক:  দেখতে দেখতেই চলে এলো শীত। শীত মানেই গরম কাপড় কেনার প্রস্তুতি নেয়া। যদিও অনেকেরই আগের বছরের শীতের পোশাক ব্যবহার উপযোগী থাকে। তারপরও নতুনত্ব আনতে অনেকেই আবার শীতের পোশাক কিনে থাকেন। বিশেষ করে সোয়েটার, চাদর, কান টুপি এগুলো প্রায় সবাই নতুন কিনে থাকেন।

তবে শীতের কাপড় কিনলেই শুধু হলো না। শীতের পোশাক কেনার ক্ষেত্রে কিছু দিক বিচার-বিবেচনা করাও জরুরি। যেহেতু শীতের কাপড়গুলো তুলনামূলক একটু মোটা আর ভারি হয়ে থাকে, আবার এগুলো একদিন পরে ধুয়ে ফেলার মতো কাপড়ও নয়। তাই দেখে-শুনে বিবেচনা করে তবেই শীতের পোশাক কিনুন।


আরামদায়ক ও ভালো মানের একটি সোয়েটার কিনতে হলে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেয়া যাক সেগুলো কী কী- 


** সোয়েটারের কাপড় ও উপাদানের ওপর এর মান নির্ভর করে। তাই সোয়েটার কেনার আগে এ বিষয়ে একটু জেনে নিন। বাজারে বিভিন্ন রকমের সোয়েটার পাওয়া যায়, উলের সোয়েটার, কাশ্মিরি সোয়েটার, সুতির সোয়েটার ইত্যাদি। কেনার সময় তাই কাপড় ও কাপড়ের মান যাচাই করে কিনবেন।


** সোয়েটারের দামের বিষয়েও খেয়াল রাখা জরুরি। ভালো মানের সোয়েটার কিনতে হলে তা একটু বেশি দাম দিয়েই কিনতে হবে। কমদামি সোয়েটারের কাপড়ের মান ভালো হয় না, আর খুব সহজেই কাপড়গুলো নষ্ট হয়ে যায়।


** সোয়েটার কেনার সময় অবশ্যই সাইজ মেপে এরপর কিনবেন। কিছু সোয়েটার কাপড়ের ক্ষেত্রে সেগুলো ধোয়ার পর উল, সুতা, পশম এমনকি কাপড়গুলোও সঙ্কুচিত বা প্রসারিত হয়ে যেতে পারে। সে বিষয়টিও মাথায় রাখা জরুরি। 


** বাজারে বিভিন্ন স্টাইলের সোয়েটার রয়েছে, যেমন- ক্রিউ নেক, রাউন্ড নেক, ওয়াইডার নেক, ভি নেক, টার্টল নেক, রোল নেক কলার, নচ নেক, হাফ জিপ, ফুল জিপ, হাফ বাটন, ফুল বাটন, বাটন ডাউন ছাড়াও একাধিক স্টাইলের সোয়েটার। তাই কেনার আগে সোয়েটারের ধরন দেখে কিনুন। কোন স্টাইলের সোয়েটারে আপনাকে মানাচ্ছে তা বুঝেই পছন্দের সোয়েটারটি কিনুন।


** সোয়েটার কেনার ক্ষেত্রে রঙের দিকেও খেয়াল রাখা জরুরি, সেক্ষেত্রে কিছু কমন কালারের সোয়েটার কিনুন যেগুলো বেশ কয়েকটি পোশাকের সঙ্গে মানানসই হয়। যেমন- কালো, নীল, সবুজ, সাদা, খয়েরী, সাদা, বা অফ হোয়াইট রঙের সোয়েটারগুলো যেকোনো পোশাকের সঙ্গেই পরা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.