বারে ঢুকে বানরের মদপান

 


ODD বাংলা ডেস্ক: সাধারণ আর পাঁচ জন সুরাপ্রেমীর মতোই বারে ঢুকল সে। নির্দিষ্ট জায়গা থেকে মদের বোতলটি নিয়ে ঢকঢক করে মদপান করা শুরু করে। সুরাপ্রেমী বানরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।

ভিডিওটিতে দেখা যায়, মদের বারে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় বানর। এরপর বোতলের ঢাকনা নিজেই দাঁত দিয়ে খুলে মদপান করা শুরু করে। মদের দোকানের মালিক বানরটিকে একটি বিস্কুটও দেন। তবে বানরটি সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে।


এমন ঘটনা দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ভিডিও করেন। তাদেরই এক জন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বানরটি চেটে খায় তা। এরপর থেকে প্রতি দিন বানরটি দোকানের সামনে ঘুরঘুর করতে দেখা যায়। বানরটি তাড়ালেও তাকে যেত না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.