অদ্ভুত এক প্রতিশোধ, প্রাক্তন প্রেমিকের গাড়ি ভাড়ায় নিয়ে ৪৯ বার ট্রাফিক সিগন্যাল ভাঙলেন তরুণী

 


ODD বাংলা ডেস্ক: প্রতিশোধ অনেক ধরনের হয়। আর এই পৃথিবীতে প্রতিশোধ প্রবন মানুষের সংখ্যা অনেক বেশি। যেমনটা নিয়েছে চীনের এই তরুণী। প্রেমে প্রতারিত হয়ে প্রাক্তন প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে প্রাক্তন প্রেমিকের গাড়িটি ভাড়া নিয়েছে। ভাড়া নিয়ে এক বা দুবার নয়, ৪৯ বার ট্র্যাফিক সিগন্যাল ভাঙে। এই উদ্ভট ঘটনা ঘটেছে পূর্ব চীনের ঝেঝিয়াং প্রদেশের শাওসিংয়ে।


জানা যায়, প্রথম থেকেই পুরো বিষয়টি পরিকল্পনা করে রেখেছিলেন ওই তরুণী। আর সেই তরুণীকে সাহায্য করেছিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, চেন নামক এক ব্যক্তি তার গাড়িটি ভাড়া দিয়েছিলেন ঝু-কে। এরপরই ঝু-য়ের কাছ থেকে সেই গাড়ি নিয়ে লৌ নামে ওই তরুণী ৪৯ বার লাল আলো ব্যবহার করা ও ট্রাফিক আইন ভাঙে। এরপরই ওই তরুণী ও তার বন্ধুকে গ্রেফতার করা হয়, এমনকি তাদের বিরুদ্ধে নিয়ম ভাঙার জন্য মামলা করা হয়েছে।


এই ঘটনার বিষয়ে অভিযুক্ত ঝুকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এদিকে লৌ ও ঝুকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এই ধরনের কাজের কথা স্বীকার করেছেন তিনি। 


অন্যদিকে জানা গিয়েছে, ওই তরুণীর প্রাক্তন প্রেমিক অন্য তরুণীদের সঙ্গে ডেটিং করতেন, যা লৌকে অস্বস্তিতে ফেলত, যার কারণেই এমন প্রতিশোধের কথা জানিয়েছেন ওই তরুণী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.