দুই কুকুরের মধ্যে চলছে হাই তোলার প্রতিযোগিতা

 


ODD বাংলা ডেস্ক: অনেক সময় প্রাণীর শাবকদের ছবি বা ভিডিও বেশ মজাদার হয়। কখনো কখনো আবার সেগুলো ভাইরালও হয়ে যায় ইন্টারনেটে। এবার তেমনই আরো একটি মিষ্টি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। 

যখন প্রাণীদের কথা আসে, কুকুর এবং বিড়াল সোশ্যাল মিডিয়ার বিশ্বে শীর্ষস্থান নিয়ে আছে। তাদের ভিডিওগুলো প্রচুর সংখ্যক লোককে আকর্ষণ করে।


এই কুকুর আর বিড়ালের প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি সেই তালিকায় আরো একটি সংযোজন হয়েছে। সর্বশেষ ভাইরাল হওয়া এই ভিডিওতে, জ্যাক এবং ইজি নামে দুই পোচকে একে অপরের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়। ভিডিওটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন নারীর কোলে থাকা বাদামী রঙের কুকুরটিকে হাই তুলে।


বাদামী কুকুরটির হাই তোলা শেষ হওয়ার পরপরই আরেকটি কালো কুকুরও হাই তোলা শুরু করে। কালো কুকুরটিকে বাদামী কুকুরটার মতোই একই ধরনের আওয়াজ করতেও শোনা যায়। এদিকে, ভিডিওটি এখন টুইটার সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি ‘উই রেট ডগস’ নামের কুকুরদের জন্য বিশেষভাবে উৎসর্গ করা একটি টুইটার পেজ শেয়ার করেছে।


দু’দিন আগে শেয়ার হওয়ার ভিডিওটি ৬৪ হাজারেরও বেশি ভিউ এবং ছয় হাজারেরও বেশি রিটুইট হয়েছে। ক্যাপশনে লেখা হয়, এটি হলো জ্যাক এবং ইজি। তারা একটি হাই তোলার প্রতিযোগিতা করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.