শাশুড়ির বিয়ের জন্য পাত্র খুঁজতে বিজ্ঞাপনে পুরস্কার ঘোষণা করলো বউ

 


ODD বাংলা ডেস্ক: শাশুড়ির বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে রীতিমতো বিজ্ঞাপন দিয়েছেন এক নারী। পরিচয় গোপন রাখা ওই নারী পাত্রকে ৭০০ থেকে এক হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছেন সেই বিজ্ঞাপনে। আমেরিকার নিউইয়র্কের হাডসন উপত্যকার ঘটনা এটি।


সংবাদমাধ্যম মিরর’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মহিলা বিজ্ঞাপনে জানান, তার ৫১ বছর বয়সী শাশুড়ির একজন সঙ্গী খুবই প্রয়োজন। শাশুড়ি চাইছেন এমন একজন সঙ্গী যিনি ওই নারীর শাশুড়িকে বিয়ে করবেন।


মহিলা আরো জানিয়েছেন, খুব শীঘ্রই তার শাশুড়ির বিয়েটা তিনি দিতে চাইছেন হাডসন উপত্যকাতেই। তবে তার জন্য পাত্রকে একটি ডিনারে হাজির হতে হবে। মহিলার শাশুড়ি তার হবু বরকে একবার দেখে, কিছু কথা বলে নেবেন তার সঙ্গে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.