শুধু এক পা নিয়েই অ্যাক্রোবেটি পোল ড্যান্সারে বিশ্ব চ্যাম্পিয়ন
ODD বাংলা ডেস্ক: দুই হাত আর এক পা ছাড়াই জন্ম ফ্রাঞ্চেসকা চেসারিনির। চোখ মেলে পৃথিবীর আলো দেখার পর ফ্রাঞ্চেসকা বুঝেছিল, তিনি অন্যদের তুলনায় ভিন্ন। তবে ফ্রাঞ্চেসকা থেমে থাকেননি। যেভাবে পৃথিবীর বুকে পদার্পন, সেভাবেই বাঁচতে চান তিনি।
ফ্রাঞ্চেসকার পায়ের একটা অংশ না থাকায় নকল পা লাগানো হয়েছে। কিন্তু নকল কব্জি লাগানোর পরও তা ব্যবহার করতে রাজি হয়নি ফ্রাঞ্চেসকা। নকল হাত নাকি তার ভালো লাগে না!
এক সকালে ঘুম থেকে উঠেই মাকে ফ্রাঞ্চেসকা বলেন, ‘মা, আমি অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হবো।’ মেয়ের মুখে এমন কথা শুনে সত্যিই অবাক হন ভ্যালেরিনা। শারীরিকভাবে অসম্পূর্ণ হওয়ার পরও মেয়ে যে এমন একটা স্বপ্ন দেখতে পারছে তা দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি।
ফ্রাঞ্চেসকা সাধারণ কোনো অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হতে চাইলে এতদিনে হয়ত হারিয়ে যেত। কিন্তু মধ্য ইতালির পেরুজ্জিয়া শহরের মেয়েটি যত শেখে, শেখার আগ্রহ আরো বাড়ে তার। নিজের ঘরে তো অনুশীলন করেই, স্থানীয় জিমে গিয়েও প্রশিক্ষণ নেয় কোচ এলেনা ইম্ব্রোনিয়োর কাছে।
অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়ার স্বপ্নকে অজেয় মনে করেনি ফ্রাঞ্চেসকা। তাই মাত্র ১৫ বছর বয়সেই সে বিশ্ব চ্যাম্পিয়ন। হাত বা পা না থাকলেও যে অ্যাক্রোবেটিক পোল ড্যান্সার হওয়া যায়- তা এখনো কম মানুষই ভাবতে পারে। তাই প্রতিযোগিতায় ফ্রাঞ্চেসকার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না!
আর দশটা সাধারণ কিশোরীর মতো ফ্রাঞ্চেসকারও ম্যাকডোনাল্ডসের খাবার ভালো লাগে। ভালো লাগে পপ গান শুনতে। ফ্রাঞ্চেসকা দাঁতে ব্রেস পরে, গলায় পরে কালো নেকলেস। আর হ্যারি পটারের এমন ভক্ত যে, কল্পনায় হ্যারি পটারের মতো অনেক কিছুই করে যায় সবসময়।
Post a Comment