স্বামী অথবা মাংস, যেকোনো একটা বেছে নিতে বলা হলো তরুণীকে

 


ODD বাংলা ডেস্ক:  স্বামী-স্ত্রীর মধ্যে বচসা, মান অভিমান নিত্যদিনের ব্যাপার। তবে আমিষ খাবার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা! কি বিশ্বাস হচ্ছে না, ভাবছে আমিষ খাবার নিয়ে আবার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। হ্যাঁ, এমনটাই হয়েছে।   

ছাগলের মাংস খাওয়া নিয়ে স্ত্রীকে আজব শাস্তি দিলেন নিরামিষাশী স্বামী। স্ত্রীয়ের কাছে রাখলেন দুটি প্রস্তাব। হয় ‘স্বামী নয় মাংস’। সম্প্রতি তাদের এই খবর উঠে এসেছে খবরের শিরোনামে। 


এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই স্বামী-স্ত্রীর বিয়ের সময় ঐ ব্যক্তি যানতেন যে তার স্ত্রী আমিষ প্রিয়। বিয়ের পর ঐ তরুণী তার স্বামীকে আমিষ ছাড়ার প্রতিশ্রুতিও দেন।


তবে সম্প্রতি গোপন সূত্রে ঐ ব্যক্তি জানতে পেরেছেন যে তার স্ত্রী ‘গোপনে’ আমিষ মাংস খান এবং তার আগের অভ্যাস এখনও পরিবর্তন হয়নি। 


লোকটি আরো জানিয়েছেন, ‘আমার বউ খুবই সুন্দর। আমি তাকে সেই শর্তেই বিয়ে করেছিলাম। তবে তখন সে বলেছিল যে মাংস খাবে না।’ তবে স্ত্রীয়ের আমিষ খাবার কথা যানতে পেরে এরপর এমন শর্ত রাখেন তিনি। তবে তিনি আশঙ্কা করছেন যে তার স্ত্রী তার উপরেও ছাগলের মাংসকে বেছে নিতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.