দাড়িতে খুশকি? যা করবেন, যা করবেন না

 


ODD বাংলা ডেস্ক:  শীতকালে অনেকেরই ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং খুশকির সমস্যা দেখা দেয়। এই সময় পুরুষদেরও ত্বক এবং চুলের সঙ্গে সঙ্গে দাড়িতে কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে দাড়িতে খুশকি হওয়ার সমস্যা অন্যতম। 

তাই এ সময়ে ত্বক ও চুলের সঙ্গে সঙ্গে দাড়ির প্রতিও বাড়তি যত্ন নেয়া জরুরি। দাড়িতে খুশকির অস্বস্তি সামলাতে কী করবেন? চলুন তবে এই বিরক্তিকর সমস্যা সমাধানের কিছু উপায় জেনে নেয়া যাক- 


>> অতিরিক্ত ঠাণ্ডা বা বেশি গরম জল দিয়ে মুখ ধোবেন না। হালকা গরম জল দিয়ে রোজ ভালোভাবে দাড়ি ধুতে হবে।


>> দাড়ি ধোয়ার জন্য ব্যবহার করতে হবে কোনো ফেসওয়াশ। স্নানের সাবান দাড়িতে দেবেন না।


>> মুখ ধোয়ার পর রোজ ভালোভাবে ময়শ্চারাইজার মাখতে হবে মুখে। এমনকি দাড়ির উপর দিয়েও। তাতে ত্বক আর্দ্র থাকবে।


>> কোণো সাধারণ ক্রিম দেবেন না দাড়িতে। দিনে দু’-তিন বার ময়শ্চারাইজারই দেবেন।


>> দিনে এক বার অন্তত ভালো করে দাড়ি আঁচড়াবেন।


এ সবের পরও খুশকির সমস্যা থেকে গেলে কোননো চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.