মোবাইল রেখে কাজ করতে বলায় বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
ODD বাংলা ডেস্ক: ১৪ বছরের কিশোরটি পড়াশোনা ফেলে সারাদিন শুধু স্মার্টফোন নিয়ে পড়ে থাকে। বাচ্চার এই আচরণে অতিষ্ঠ বাবা চেয়েছিলেন ছেলেকে কঠিন বাস্তবতার একটু শিক্ষা দিতে। তাতেই ক্ষেপে যায় সে। আর সেই কারণে ছেলেকে ঘরের কাজে হাত লাগাতে বলা হয়। এজন্য ছেলে বাবার বিরুদ্ধে জোর করে 'অবৈধ শিশুশ্রম' করানোর অভিযোগ পুলিশের কাছে করেছে।
জানা যায়, ছেলেটির বয়স ১৪ বছর। পড়াশোনা ফেলে সারাদিন শুধু স্মার্টফোন নিয়ে পড়ে থাকে। ছেলের এই আচরণে অতিষ্ঠ বাবা চেয়েছিলেন ছেলেকে কঠিন বাস্তবতার একটু শিক্ষা দিতে। তাই ঘরের কিছু কাজে হাত লাগাতে বলেছিলেন। তাতেই ক্ষেপে যায় ওই কিশোর। বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। আর, জোর করে 'অবৈধ শিশুশ্রম' করানোর অভিযোগ দেয় বাবার বিরুদ্ধে।
কিশোরের অভিযোগ প্রথমে ঠিকঠাক বুঝতে পারেননি পুলিশ কর্মকর্তা। তাই তিনি ছেলেটির সঙ্গে বাড়িতে এসে হাজির হন। বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা। ঘটনাটি ঘটেছে চীনের আনহুই অঞ্চলের মা'আনশান শহরে। তবে চীনে গৃহকর্মে বাবা-মাকে সাহায্য করা শিশুশ্রমের আওতায় পড়ে না। এজন্যই অভিযোগ পেয়ে পুলিশ কর্মকর্তা নিশ্চিত হতে চেয়েছিলেন, আরো কোনো ঘটনা আছে কি না। শেষে তিনি উল্টো কিশোরটির বাবা-মাকে পরামর্শ দেন, যেন কিছুদিনের জন্য বাচ্চার কাছ থেকে স্মার্টফোন সরিয়ে রাখা হয়।
এমন পরামর্শ শুনে এবার পুলিশের ওপরই ক্ষেপে যায় ওই কিশোর। বলে, 'আপনার কি মনে হয় আমার এই একটাই মোবাইল ফোন? কী বেকুব আপনি!' পুলিশসূত্রে পাওয়া এ খবর এরই মধ্যে চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
Post a Comment