মা-মেয়ের পার্থক্য বোঝা মুশকিল, এক পুরুষের সঙ্গে ডেটে গেলেন দুজনই
ODD বাংলা ডেস্ক: মা ও মেয়ের ছবি দেখে বোঝা মুশকিল। কোনটা মা আর কোনটা মেয়ে। কারণ দুইজনেই ডাকসাইটে সুন্দরী। শুধু তাই নয়, মায়ের বয়স ৪৪ বছর আর মেয়ের বয়স ২১ তা দেখে বোঝায় উপায় নেই, তাই মাঝে মাঝেই ডাবল ডেটে বেরিয়ে পড়েন তারা মা-মেয়ে।
জানা যায়, তারা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। মায়ের নাম জোলিন ডিয়াজ ও তার মেয়ে মেলানি। তারা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ইনস্টাগ্রামে।
মা জোলিন বলছেন, তাকে অনলাইনে ডেটিং অ্যাপে প্রোফাইল সামলাতে গিয়ে নানারকম ঝামেলার মুখে পড়তে হয়েছে। কারণ বেশিরভাগ ব্যবহারকারী ভাবেন, তার অ্যাকাউন্টটি ফেক। কারণ অনেকে বিশ্বাসই করতে চান না, তিনিই ৪৪ বছরের জোলিনা।
তিনি বলছেন, অনেকেই আমার প্রোফাইল দ্রুত রিপোর্ট করে দেয়। আমি বুঝতে পারি, তারা বিশ্বাস করতে পারছেন না। তবে আমি তো সত্যিই ছবি দিয়েছি। সেই কারণে বারবার আমার প্রোফাইল ডিলিট হয়ে গিয়েছে।
ইনস্টাগ্রামে জোলিনের প্রায় ছয় লাখ ফলোয়ার রয়েছেন। প্রায় তিনি তার থেকে কম বয়সের পুরুষদের থেকে ডেটে যাওয়ার অফার পান। প্রতি মুহূর্তে বয়সে ছোট পুরুষদের মেসেজ আসে ফোনে। বেশিরভাগই মেসেজেই খুব আবেগঘন কথা বার্তা বলেন পুরুষরা। তার ইতিবাচক জীবনধারার জন্য তাঁকে সাধুবাদ জানান। তিনিও পছন্দ করেন কমবয়সের পুরুষদের।
তিনি বলেছেন, কম বয়সের পুরুষদের সঙ্গে ডেটে গেলে কেমন একটা শিহরণ তৈরি হয় তার মধ্যে। তার মনে হয়, কম বয়সের পুরুষরা যদি বেশি বয়সের নারীদের ডেট করেন, তা হলে পুরুষদের মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হয়, যা অনবদ্য।
তার মেয়ের সঙ্গে অদ্ভুত ভালো সম্পর্ক জোলিনের। সেই কারণেই দুইজনের মধ্যে আছে বোঝাপড়া। মাঝে মাঝেই তারা ডাবল ডেটে যান। এমনও হয়েছে, এক পুরুষের সঙ্গে মেয়ের বন্ধুত্ব তৈরি হয়েছে, সেই পুরুষের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন এমনটা জানিয়েছেন মা জোলিন ডিয়াজ।
Post a Comment