কুকুর-বিড়ালও স্বপ্ন দেখে! কিন্তু কী স্বপ্ন দেখে?

ODD বাংলা ডেস্ক: মানুষ স্বাভাবিকভাবেই স্বপ্ন দেখেন। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। আবার কেউ বা জেগে জেগে। কে কিভাবে স্বপ্ন দেখেন, সেই তর্কে না গিয়ে স্বপ্ন বিষয়ে মনোবিদদের কথা শোনা যাক। তাদের মতে, মানুষের অবচেতনে ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন হচ্ছে স্বপ্ন। 

তবে আপনি অবাক হলেও সত্যি যে, বিড়াল-কুকুরও স্বপ্ন দেখে। সম্প্রতি একদন মার্কিন বিজ্ঞানী এমনটাই দাবি করেছেন।

এখন প্রশ্ন হচ্ছে, কুকুর ও বিড়াল কি নিয়ে স্বপ্ন দেখে। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষণার পর তা খুঁজে বের করেছেন। তারা বলেন, স্বপ্রজাতিকে নিয়ে কুকুর কখনোই স্বপ্ন দেখে না।

মার্কিন গবেষক দলের অন্যতম ড. ডেইরড্রে ব্যারেট বলেন, মানুষ ও তার অভিভাবককে নিয়েই স্বপ্ন দেখে কুকুর। এছাড়া পরিবারকে নিয়ে অনেক ঘনিষ্ঠ মুহূর্তের স্বপ্নও তারা দেখে।

কুকুর ও বিড়ালের স্বপ্ন বিষয়ক এ গবেষণা ১৯৬০ সাল থেকেই শুরু হয়। ড. ব্যারেট জানান, কুকুর ও বিড়ালের স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে। তার মতে, বিড়ালের স্বপ্নের মধ্যে মৃত্যুভয় কাজ করে ও শিকারেরও স্বপ্ন দেখে।

এদিকে অনেকের কাছেই ড. ব্যারেট ও তার দলের গবেষকদের এই ব্যাখ্যা গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে এসব নিয়ে বিতর্কও প্রচুর। অন্যদিকে যাদের বাড়িতে পোষ্য হিসেবে একটি বা একাধিক কুকুর, বিড়াল রয়েছে, তাদের অনেকেই এই ব্যাখ্যায় আবেগাপ্লুত হয়ে পড়েন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.