থাইল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় হকি দল

Odd বাংলা ডেস্ক:  থাইল্যান্ডকে তাদের প্রথম ম্যাচে হারিয়ে দিল ভারতীয় দল। দক্ষিণ কোরিয়ার ডোঙ্গহাই প্রদেশে অনুষ্ঠিত এই ম্যাচে ১৩-০ গোলে থাইল্যান্ডকে পর্যুদস্ত করল ভারত।

ভারতের হয়ে এই ম্যাচে পাঁচ গোল করেন এফআইএইচের বিচারে বর্ষসেরা মহিলা হকি খেলোয়াড় নির্বাচিত হওয়া গুরজিৎ কৌর। ছয় দেশীয় এই টুর্নামেন্টে ভারত তাদের অধিনায়িক রানি রামপালকে বিশ্রাম দিয়েছিল। ম্যাচের ২ মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন গুরজিৎ। পাঁচ মিনিট পরেই ভারতের ব্যবধান দ্বিগুণ করেন বন্দনা কাটারিয়া। ১৪ মিনিটে লিলিমা মিঞ্জ গোল করার পরে গুরজিৎ এবং জ্যোতির গোলে ভারত ৫-০ লিড নেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.