Odd বাংলা ডেস্ক: জয় দিয়ে চলতি আইএসএলের মরশুম শুরু করেছিলো ব্যাঙ্গালুরু এফসি। তবে প্রথম ম্যাচে জয় দেখার পর ব্যাঙ্গালুরু খেলে ফেলেছে আরও ৭ টি ম্যাচ। কিন্তু জয়ের মুখ আর দেখা হয়নি মার্কো পেজ্জাউলিদের। জিএমসিতে এদিন জামশেদপুরের বিরুদ্ধে ড্র করেছেন গুরপ্রীত সিং সাঁধুরা। সোমবার দুই দলই লড়াই চালিয়েছে সমানে সমানে। ম্যাচ শেষে দুই পক্ষকেই সন্তুষ্ট থাকতে হয়েছে এক-এক পয়েন্ট নিয়েই।
সোমবার সম্পূর্ণ ম্যাচে মোট ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্যাঙ্গালুরু। জামশেদপুর মাত্র ৩৭ শতাংশ বলই পায়ে রাখে। তবে আক্রমণের নিরিখে ব্যাঙ্গালুরুকে পেছনে ফেলেছে জামশেদপুর। এদিন মোট ১৩ টি শট নেয় জামশেদপুর, যার মধ্যে ৫ টি থাকে অন টার্গেটে। অন্যদিকে ব্যাঙ্গালুরুর নেওয়া ৯ টি শটের মধ্যে মাত্র ২ টি শটই থাকে টার্গেটে। জামশেদপুর গোলরক্ষক রেহনেশ পারাম্বা এবং ব্যাঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু, দুজনেই আজ অনবদ্য প্রদর্শন করেন। দুই গোলরক্ষকের দৌলতেই হার বাঁচে দুই দলের।
জিএমসিতে আজকের ম্যাচ ড্র করেও লীগ টেবিলের দ্বিতীয় স্থান বজায় রেখেছে জামশেদপুর। ৭ ম্যাচে পিটার হার্টলেদের পয়েন্ট ১২। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে হায়দরাবাদ এবং চেন্নাইয়ান এফসি। ৬ টি করে ম্যাচ খেলে এই দুই দলেরই পয়েন্ট ১১। অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসি রয়েছে লীগ টেবিলের তলানিতে। দশম স্থানে থাকা পেজ্জাউলির দলের পয়েন্ট ৮ ম্যাচে ৬। ব্যাঙ্গালুরুর নীচে রয়েছে একমাত্র এসসি ইস্টবেঙ্গল।
Post a Comment