আজব এই টাকার গাছ! বিভিন্ন দেশের মুদ্রা

ODD বাংলা ডেস্ক: অনেকেই উত্তেজিত হয়ে বলে থাকেন ‘টাকার গাছ আছে না-কি যে চাইলেই টাকা পাওয়া যাবে’! আসলেই কি টাকার গাছ আছে? শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। কারণ যেখানে এই টাকার গাছের কথা বলা হচ্ছে সেখানে গাছটিকে কেউ বলেন যে ভূতের বাস।

কারোর দাবি, দেবতা থাকতেন ওই গাছে! স্কটল্যান্ডের টাকার গাছ সম্পর্কে এমনই ধারণা লোক-মুখে শোনা যায়। আর এর ফলেই ১৭০০ বছরের পুরোনো এই গাছ আজ অন্যতম পর্যটন কেন্দ্র।

স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলের এই গাছ দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। বহু পর্যটকই এখানে এসে কয়েন লাগিয়ে যান। বছরের পর বছর এমনই চলে আসছে। এর ফলেই এই গাছে কোনও ফল নয়, শুধু কয়েন দেখা যায়।

বিদেশি পর্যটকরাও কয়েন লাগিয়ে যান। তাই এই গাছে বিভিন্ন দেশের কয়েন দেখা যায়। অনেকেই গাছটিতে পূজো করেন। স্থানীয়রাও এই গাছটিকে পবিত্র মনে করেন। কথায় বলে টাকা কি গাছে ফলে? না ফললেও তার দেখা কিন্তু মেলে। প্রমাণ স্কটল্যান্ডের এই টাকার গাছ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.