দুঃস্বপ্ন দেখছেন, কেন জানেন?
ODD বাংলা ডেস্ক: সম্প্রতি আমেরিকার ঘরবন্দী মানুষের উপর একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে, তাদের মধ্যে অধিকাংশই প্রায় প্রত্যেক রাতেই ভয়াবহ সব দুঃস্বপ্ন দেখেছেন। একই ভাবে স্বপ্ন দেখার হারও মানুষের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আর তার কারণ খুঁজতে শুরু হয় একটি গবেষণা। তাতে যে ফলাফল পাওয়া গিয়েছে সেটাও যথেষ্ট উদ্বেগজনক।
বর্তমানে লন্ডনের ড্রিম রিসার্চ ইনস্টিটিউট এবং হার্বাট বিশ্ববিদ্যালয় উভয়ের গবেষকরা মহামারী স্বপ্ন নিয়ে একটি গবেষণা শুরু করেছেন। তারা বেশ কিছু সমীক্ষা চালিয়েছেন। তাতে উত্তরদাতারা এমন কিছু স্বপ্নের কথা জানিয়েছেন যার অধিকাংশই করোনাভাইরাস সম্পর্কিত। অর্থাৎ হাসপাতাল, রোগ, মৃত্যু এইসব জিনিসই অধিকাংশ তাদের স্বপ্নে দেখা দিয়েছে। আবার অনেকে স্বপ্ন দেখছেন তারা কোনও বদ্ধ ঘরে আটকে পড়েছেন অথচ বাইরে যাওয়ার অনুমতি নেই। কিংবা ভয়ংকর পশুর মত দেখতে কিছু মানুষ তাদের হত্যা করতে আসছেন।
গবেষকরা বলছেন, এই ধরনের স্বপ্ন সাধারণত মানুষ তখন দেখে থাকে যখন তাদের জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসে। এই মুহূর্তে করোনা ভাইরাসের দাপটে সমগ্র বিশ্ব ওলট-পালট হয়ে গিয়েছে। চারিদিকে মৃত্যু আর দুঃসংবাদ ছাড়া কোনও খবর নেই। এর সরাসরি প্রভাব পড়েছে মানুষের মনে। ঠিক এই কারণেই লকডাউনে ঘরবন্দী মানুষ এমন ভয়াবহ সব স্বপ্ন দেখেছেন। কারণ এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষই একটি ট্রমা নিয়ে ঘুমাতে যেতেন।
Post a Comment