দিনে ১টি সিগারেটেই হৃদরোগের জন্য যথেষ্ট!

ODD বাংলা ডেস্ক: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর', কিংবা 'ধূমপানের কারণে ক্যান্সার হয়'- এমন নানান সচেততামূলক প্রচারণার পরও সারা বিশ্বের কোটি কোটি মানুষ ধূমপান করেন। এক্ষেত্রে শরীরের কতটা ক্ষতি হচ্ছে- সেটা ভেবেও দেখেন না। 

তবে সম্প্রতি এক তথ্যে জানা গেছে, দিনে ১০টা বা ২০টা নয়, মাত্র একটা সিগারেট পানেই বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি।

এই প্রসঙ্গে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যালান হ্যাকশ বলেন, আমরা মনে করি, সারাদিনে প্রচুর সিগারেট পান করলেই কেবল হৃদরোগের ঝুঁকি বাড়ে। বিষয়টি আসলে তা নয়। কোনো ব্যক্তি যদি সারাদিনে মাত্র একটা সিগারেটও পান করেন, তাহলেও তার হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। অর্থাৎ, ওই ব্যক্তির হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে, প্রত্যি বছর বিশ্বজুড়ে সাত মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ তামাক। এছাড়া হৃদরোগ ও স্ট্রোকের কারণে মৃত্যু হয় ২ মিলিয়ন মানুষের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.