এবার আর দাম নয়, এক ধাক্কায় কমতে পারে LPG গ্যাসের ওজন
ODD বাংলা ডেস্ক: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে।প্রশ্ন তুলেছেন বিরোধীরা, প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষও। সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। রান্নার গ্যাসের ওজন কমানোর ব্যাপারে ভাবছে কেন্দ্র।বিশেষত মহিলাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে একটি প্রশ্নের জবাবে বলেন, “আমরা চাই না যে মহিলাদের ভারি ওজন তুলতে হোক। তাই সিলিন্ডারের ওজন কম করার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ১৪.২ কেজি থেকে কমিয়ে পাঁচ কেজি করা যেতে পারে।”
উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডেন ইতিমধ্যে পাঁচ কেজির সিলিন্ডার বাজারে এনেছে। প্রাথমিকভাবে হয়তো মনে হতে পারে, ওজন কমলে সাধারণ মানুষের সুবিধাই হবে। কিন্তু ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ক্রমেই বেড়েছে। তাই পাঁচ কেজি সিলিন্ডারের দাম চূড়ান্ত হলে তবেই এ বিষয়ে নিঃসংশয় হওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা। তবে এবার মহানগরীর বাসিন্দাদের সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২ হাজার ১৭৪ টাকা ৫ পয়সা। যে হারে জ্বালানির দাম বৃদ্ধি করছে কেন্দ্র, তাতে রান্নার গ্যাসের ওজন কমানোর পর মধ্যবিত্তকে নতুন করে আর্থিক বোঝা বইতে হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।
Post a Comment