১০ বছর বয়সী এই কিশোরীর মাসে আয় কোটি টাকা
ODD বাংলা ডেস্ক: সাধারণত একজন মানুষ মাসে আয় করে ২০ থেকে ৫০ হাজার কিংবা এক লাখ টাকা। তবে কখনো কি শুনেছেন মাত্র ১০ বছর বয়সে কেউ কোটি টাকা আয় করে? শুনলেই যেন চক্ষু কপালে উঠে যায়। কোনো সাধারণ মানুষের পক্ষে কি আদৌ এটা সম্ভব। না হয়তো সম্ভব নয়, আবার হয়তো সম্ভব।
যদিও বাংলায় একটা প্রবাদ আছে যে, ‘পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়’। হ্যাঁ, এই বাক্যটি যে কতখানি যুক্তিযুক্ত সেটা ভালো করে বুঝিয়ে দিল ১০ বছরের এক কিশোরী। যার প্রতিমাসে আয় এক কোটি টাকারও বেশি।
অবাক হলেও এটাই সত্যি। ছোট এই মেয়েটির নাম হলো পিক্সি কার্টিস। বয়স মাত্র ১০ বছর। পিক্সি কার্টিস অস্ট্রেলিয়ার বাসিন্দা। এই কিশোরী এবং তার মা রক্সি এমন একটি ব্যবসা শুরু করেছে যা রাতারাতি তাদের অবস্থা বদলে দিয়েছে। আশ্চর্যজনকভাবে, পিক্সি গত এক মাসে ১৪ মিলিয়নের বেশি আয় করেছে।
মেয়ে এবং মা মিলে বিভিন্ন রকম রঙিন পপিং খেলনা এবং ফিজেট তৈরি করে ব্যবসা করে থাকেন। সেই সঙ্গে নিজের মেয়ে পিক্সির নামে একাধিক স্টাইলিশ চুলের ব্র্যান্ড, ক্লিপ ইত্যাদি তৈরি করেছেন মা রক্সি। আর এই সবকিছুর চাহিদা বেশ তুঙ্গে। দু’জন মিলে বেশ চুটিয়ে ব্যবসা করছেন বললেই চলে। যেটা রাতারাতি তাদের বসিয়ে দিয়েছে সাফল্যের চূড়ায়।
Post a Comment