তেলাপোকার উপকারিতা
ODD বাংলা ডেস্ক: তেলাপোকা সবাই চেনে। এক ধরনের ক্ষতিকর পোকা হিসেবে বিবেচিত তেলাপোকা। অনেকেই তেলাপোকা খুব ভয় পায়। অনেকের আবার তেলাপোকা দেখলেই ঘেন্না লাগে। কিন্তু জানেন কি তেলাপোকার ও কিছু উপকারি দিক রয়েচে। মানব সমাজে রয়েছে তার চাহিদাও। অনেকের কাছে বিরক্তিকর ও ঘিনঘিনে এই পোকার উপকারিতার বিষয়টি অজানা।
তেলাপোকা নেই এমন কোনো বাসস্থান হয়ত খুঁজে পাওয়া যাবে না। ঘর থেকে একে দূর করার চেষ্টাও করা হয় প্রতিদিন। যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস, সহজে অভিযোজন করতে পারে বলে এরা পাঁচ কোটিরও বেশি বছর যাবত টিকে আছে।
চলুন আজ জেনে নেই তেলাপোকার কিছু উপকারিতা
১ চীনের সানডং প্রদেশে গড়ে তোলা হয়েছে তেলাপোকার খামার। সেখানে চাষ করা হয় তেলাপোকা। রয়টার্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট খবরটি প্রকাশ করে। চীনে তেলাপোকা অন্যতম উপকারী একটি প্রাণী হিসেবে বিবেচিত। কারণ তারা প্রতিদিন নষ্ট হয়ে যাওয়া গ্যালন গ্যালন খাবার ও অন্যান্য পণ্য সাবাড় করে দিচ্ছে।
২ নষ্ট খাবার খেয়ে পরিবেশ রক্ষা করে তেলাপোকা।
৩ তেলাপোকার মল উৎকৃষ্ট সার। তেলাপোকা যেখানে থাকে সেখানে অনেক মল জমা হয়। এসব মল গাছের গোড়ায় দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
৪ তোলাপোকার মৃতদেহ পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
৫ গবেষকরা জানিয়েছেন, দুধের সঙ্গে ডিপলোপ্টোরা পাঙ্কটেটা বা পেসিফিক বিটল প্রজাতির তেলাপোকা মিশিয়ে খেলে মানুষের শরীরে দারুণ উপকার হতে পারে। এদের শরীরে থাকা প্রোটিন ক্রিস্টাল দুধের সঙ্গে মিশলে হয়ে উঠবে এক পুষ্টিসমৃদ্ধ সুপারফুড। আবার এই প্রকার তেলাপোকার দুধে রয়েছে ৯টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। তেলাপোকা দুধকে ভবিষ্যতের সবচেয়ে উপযোগী সুপারফুড হিসেবে গণ্য করছেন বিজ্ঞানীরা।
Post a Comment