বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে বিজ্ঞাপনের শুটিং তরুণীর

 


ODD বাংলা ডেস্ক: বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে আছেন এক তরুণী। তার পরনে বিমানবালার পোশাক। হাতে কয়েকটা প্ল্যাকার্ড। আর এতে এমিরেটস এয়ারলাইন্স সম্পর্কে বেশ কিছু তথ্য লেখা রয়েছে।

জানা যায়, ওই নারীকে মূলত বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মাটি থেকে দুই হাজার ৭২৩ ফুট উঁচুতে তুলে দেওয়া হয়েছিল। তার নাম নিকোল স্মিথ লুডউইক।


তিনি কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল ভবন দুবাইয়ে বুর্জ খলিফার চূড়ায় বিজ্ঞাপনের শুটিং করেছেন। এতে ব্রিটেনে যাওয়ার জন্য এমিরেটসের বিমান ব্যবহার করতে বলা হয়েছে। তবে এভাবে বিজ্ঞাপনের শুটিং করায় এমিরেটসের সমালোচনা করেছেন অনেকে।


পরে অবশ্য জানা যায়, ভিডিওতে এমিরেটসের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকা তরুণী আসলে একজন স্কাইডাইভার। বিজ্ঞাপনের প্রয়োজনে বিমানবালার পোশাক পরেছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.