টিকার সনদ বাহুতে ট্যাটু করে বার্তা দিচ্ছেন যুবক

 


ODD বাংলা ডেস্ক: সে তার কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটের বারকোড স্থায়ীভাবে ট্যাটু করে বাঁ বাহুতে রেখে দিয়েছে। ওই বারকোড স্ক্যান করলেই আন্দ্রেয়ার ভ্যাকসিনের যাবতীয় তথ্য পাওয়া যাবে। এক টিকটক ভিডিওতে এমন কাণ্ড করে আন্দ্রেয়া বলল, 'এখানে আমি আমার প্রেমিকের নামটাই লিখতে পারতাম। তবে এখন বাস্তববাদী হওয়ার সময়। ভ্যাকসিনের সার্টিফিকেট ট্যাটু করে মানুষকে ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কথাও সচেতন করা হলো, আবার সবাইকে জানানো হলো আমি নিরাপদ।'  বাকিদেরও এমন করা উচিত বলে আন্দ্রেয়া বলেন।


তিনি ইতালির বাসিন্দা। সেখানে মহামারির প্রথম ঢেউতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছিল। ইতালি পুরোপুরি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। ইতালি হলো পর্যটনের দেশ, তবে সেখানের রাস্তাঘাট করোনা লকডাউনে পুরোপুরি শুনশান হয়ে যায়। ভ্যাকসিন আসার পর ইতালি অনেকটাই স্বাভাবাক হয়। সে দেশের ছেলে হয়ে ভ্যাকসিন সার্টিফিকেটকে ট্যাটু করে বড় বার্তাই দিলেন।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.