একদিকে শ্বশুর অন্যদিকে বাবাকে নিয়ে বিয়ের আসরে নাচলেন নববধূ
ODD বাংলা ডেস্ক: বিয়ে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর ভারতীয় বিয়ে হলে তাতে একটু নাচ-গান হবে না এমনটা বিশ্বাস হয় না। এখনকার দিনে বিয়ে বাড়ির অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে উঠেছে বিয়ের ভিডিও। বিভিন্ন বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসে আর পছন্দ হলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মানুষজন এই ধরণের ভিডিও খুব পছন্দ করে। এই মুহূর্তে একটি ভিডিও মানুষজন খুবই পছন্দ করছে। এই ভাইরাল ভিডিওতে নববধূকে তার বিয়ের অনুষ্ঠানে একদিকে বাবা ও অন্যদিকে শ্বশুরকে নিয়ে নাচতে দেখা যাচ্ছে।
সাধারণত বিয়েতে স্বামীর সঙ্গে নববধূকে নাচতে দেখা যায়। শ্বশুর বা বাবার সঙ্গে নাচার এই ঘটনা অভিনব লেগেছে নেটিজেনদের। ভিডিওটি দেখে মনে হচ্ছে দম্পতির রিসেপশন অনুষ্ঠানে করা হয়েছে। নববধূর হাত ভর্তি মেহেদি। নববধূর পরণে রূপালি ও ধূসর রঙের দামি লেহেঙ্গা। এই দারুণ পোশাক পরেই তিনি বাবা ও শ্বশুরের সঙ্গে নাচ করছেন। বলিউডের হিট গান 'তেরা জ্যায়সা ইয়ার কাঁহা' গানে এই নাচ সবাইকে আবেগতাড়িত করে দিচ্ছে।
উইটি ওয়েডিং নামের একটি পেইজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর এভরি গার্ল- অর্থাৎ প্রতিটি মেয়ের স্বপ্নপূরণের মুহূর্ত। দুই দিকে দুই বাবা ঘিরে মেয়েকে নিয়ে নাচ করছেন। তাদের নাচ সবাইকে মুগ্ধ ও আবেগতাড়িত করে দিয়েছে।
Post a Comment