কেন উপস্থিত নন শীতকালীন অধিবেশনে, জবাব চাইলেন প্রধানমন্ত্রী

Odd বাংলা ডেস্ক: দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে সাংসদদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল নমোর গলায়। সংসদ অধিবেশনে অনুপস্থিত বা অনিয়মিত বিজেপি সাংসদদের চরম সতর্কবাণী দিয়ে নরেন্দ্র মোদী বলেন, “নিজেদের বদলে ফেলুন, নইলে সবকিছু বদলে যাবে।” বারবার দলীয় সাংসদদের অনুশাসন ও নিয়ম মেনে কাজ করার পরামর্শ দিয়েছিলেন নমো। আলটপকা মন্তব্য থেকেও বিরত থাকতে বলেছিলেন। কিন্তু কাজ হয়নি। বেশ কিছু দলীয় সাংসদদের আচরণে তিনি যে বিরক্ত, মোদীর কথা থেকেই তা স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, “দয়া করে সংসদে ও বৈঠকগুলিতে উপস্থিত থাকুন। বারবার বাচ্চাদের মতো আপনাদেরকে বোঝানোর চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাচ্চাদেরও এতবার বোঝাতে হয়না। যদি আপনার নিজেদের আচরণ পরিবর্তন না করেন, তবে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে।”

সাংসদদের উদ্দেশে নমোর পরামর্শ, “সূর্য নমস্কার করে উপস্থিতি নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামুন। এতে আপনার সকলে সুস্থ থাকবেন।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সহ সিনিয়র মন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে বিষয়ে মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, সকল সাংসদকে নিজেদের নির্বাচনী এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ নিজের নির্বাচনী কেন্দ্র বারণসী জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.