Odd বাংলা ডেস্ক: ‘কালার্স’-র নতুন ধারাবাহিক দিয়েই ফের টিভিতে কামব্যাক করছেন রণিত রায়। টিনসেল টাউনের খুব চেনা মুখ রণিত। বড় বড় ধারাবাহিক দিয়ে যেমন সকলের মন জয় করে নিয়েছেন, তেমনই চুটিয়ে কাজ করেছেন বলিউডের ব্লকব্লাস্টার সিনেমাতেও। তবে, শোনা যাচ্ছে এবার রনিত রিপ্লেস করেছেন জিমি শেরগিলকে। যে ধারাবাহিকের মুখ্য চরিত্রে রণিত অভিনয় করছেন, তাতে আসলে নাকি কাজ করার কথা ছিল জিমি শেরগিলের।
রবি দুবে ও শরগুন মেহতা-র প্রযোজনায় কালার্সে আসছে ‘স্মরণ ঘর’ নামের এই ধারাবাহিক। প্রসঙ্গত রণিতের বিপরীতে থাকছেন টেলিভিশনের আরেক পরিচিত মুখ সঙ্গীতা ঘোষ।
Post a Comment