শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ?

 


বৃহস্পতিবার সকালে টেলিভিশনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। পুটিনের ঘোষণার কয়েকঘণ্টা আগে অ্যামেরিকায় জাতিসংঘের জরুরি বৈঠক শুরু হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধে বৈঠক শুরু হয়। সেখানে জাতিসংঘের প্রধান পুটিনকে আলোচনায় বসার আহ্বান জানান। পূর্ব ইউক্রেনে রাশিয়ার ছত্রছায়ায় লড়াই চালাচ্ছিল বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক এবং দোনেৎসক পিপলস রিপাবলিকের যোদ্ধারা। রাশিয়া এবার তাদের সরাসরি সাহায্যের ঘোষণা দিল। রাশিয়ার দাবি, পূর্ব ইউক্রেনে রাশিয়ার মদতপুষ্ট যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনই প্রথম আক্রমণ চালিয়েছে। তাদের সাহায্য করতেই রাশিয়াকে যুদ্ধ ঘোষণা করতে হলো। নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীনই রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুটিনের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। এর জন্য রাশিয়াকে সমস্যায় পড়তে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

অন্যদিনে পৃথিবীর বিরাট শক্তিগুলির এই মুহূর্তে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণটা মতপার্থক্য জনিত। অনেকেই বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধে আরম্ভ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.