Odd বাংলা ডেস্ক: ফের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এই নিয়ে পশুখাদ্য কেলেঙ্কারি ইস্যুতে পঞ্চমবার দোষী সাব্যস্ত হলেন তিনি। উল্লেখ্য, দোরান্দা ট্রেজারি মামলায় ১৩৯.৩৫ কোটি টাকা অবৈধভাবে তুলে নেওয়া ঘিরে মামলা ছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এই মামলায় লালুপ্রসাদ যাদব সহ ৭৫ জন অভিযুক্ত ছিলেন। অভিযুক্তদের মধ্যে ২৪ জনকে এই মামলায় অব্যহতি দেওয়া হয়। তবে দোষী সাব্যস্ত হন আরজেডি সুপ্রিমো। উল্লেখ্য, কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে, ফের একবার নির্বাচনী রাজনীতিতে ফিরতে তিনি আগ্রহী। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, তিনি নির্বাচনী রাজনীতিতে ফিরতে চান ও ভোটে জিতে ফের একবার সংসদে প্রবেশ করতে চান। তবে তারপরই আসে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আদালতের নির্দেশ।
মঙ্গলবার রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি হয়েছে পশুখাদ্য কেলেঙ্কারির এই মামলার। সেখানে লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে দোরান্দা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নিয়ে ছিলেন।
Post a Comment