বিটল জাতের ছাগল পালন করে প্রচুর মুনাফা অর্জন করুন

বিটল ভারতের একটি উন্নত প্রজাতীর ছাগল।বিশেষ করে ভারত এবং কিছু এশিয়ান দেশগুলিতে এই ছাগলের প্রজাতী পাওয়া যায়।জামুনপুরী ছাগলের সাথে এর বেশ মিল রয়েছে।এরা অত্যন্ত দুধ উৎদনশীল প্রজাতির ছাগল।

বিটল জাতের ছাগল

বিটল জাতের ছাগল প্রধানত পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার বাটালা মহকুমায় পাওয়া যায়। এই জাতের ছাগল বিশ্ব বিখ্যাত, পাঞ্জাব সংলগ্ন পাকিস্তানের এলাকায়ও এই জাতের ছাগল পাওয়া যায়। এর শরীরে বাদামী রঙের সাদা-সাদা দাগ বা কালো রঙের উপর সাদা-সাদা দাগ দেখতে পাওয়া যায়। দেখতে জামুনপুরী ছাগলের মতো হলেও উচ্চতা ও ওজনের তুলনায় জামুনপুরী থেকে ছোট হয়।

বিটল ছাগলের পরিচিতি

এই জাতের ছাগলের পা ছোট হয়


খাসি ও পাঠি উভয়ের শিঙ থাকে


এই জাতের ছাগলের রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় 


সব ধরণের পরিবেশে এই জাতের ছাগল পালন করা যায় 

বিটল ছাগল পালন পদ্ধতি

বানিজ্যিক ভাবে মাংস উৎপাদন খামারে বিটল জাতের ছাগল পালন করা যেতে পারে। বিটল ছাগল পালন করা খুবই সহজ।সকল আবহাওয়ায় পালন করা যায়। ছাগল পালনের যত পদ্ধতি রয়েছে সকল পদ্ধতিতেই পালন করা যায়। মুক্ত বা ছাড়া অবস্থায় পালন করার পাশাপাশি আবদ্ধ এবং স্টর ফিডিং পদ্ধতিতে পালন করা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.