গাছে গাছে সম্পর্ক
ODD বাংলা ডেস্ক: অটুট বন্ধন রয়েছে গাছদের। মানুষ যেমন একে অপরের ওপর যত্নবান হয়ে ওঠে, তেমনি গাছও মাটির নিচে নিজেদের শিকড় বিস্তৃতি করে একে অপরকে জড়িয়ে ধরে। খোঁজ খবর নেয়।
এটি মাটির ওপর আমাদের দৃষ্টি গোচর হয় না। কিন্তু বৈজ্ঞানিকভাবে এধরনের পারস্পরিক বন্ধন নিয়ে গাছদের সম্পর্কে প্রমাণ পাওয়া গেছে। আমাদের মনে যতটা গাছ সম্পর্কে ধারণা রয়েছে তারচেয়ে অনেক বেশি অটুট বন্ধন রয়েছে গাছদের মধ্যে।
জার্মান গবেষক পিটার বলেন, মানুষের যেমন হৃৎকম্প ঘটে গাছেরও তেমন ঘটে। ব্রিটিশ কলাম্বিয়ার এই অধ্যাপক বলেন, তারা একে অপরের সুঃখ দুঃখের ভাগীদার।
ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আন্দ্রাস জিলিনকিয়াত লেজার প্রযুক্তি প্রয়োগ করে ২২টি গাছের পাতা, আকর্ষী, শিকড়ের অপ্রত্যাশীত আন্দোলন চক্র দেখতে পান যা তাকে বিস্মিত করে। দেখা গেছে কোনো কোনো রাতে গাছের পাতা হয় বেশি বৃদ্ধি পায় আবার কখনো তা কমে যায়।
এধরনের পরিবর্তন তাদের মধ্যে আলোকসংশ্লেষণসহ বিভিন্ন ধরনের পরিবর্তনের বিষয়টি পরিস্ফুট করে তোলে। একটি রাতে কিছু গাছ ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি পর্যন্ত তার শাখা প্রশাখাকে বৃদ্ধি করে।
Post a Comment