জিনস প্যান্টের ছোট্ট পকেটের রহস্য কী জানেন?
ODD বাংলা ডেস্ক: ইদানীং ছেলে-মেয়ে সবার মধ্যে জিনস প্যান্ট পড়ার প্রবণতা বেড়েছে। মধ্যবয়সী অনেকের মধ্যেও জিনস প্যান্ট পড়ার অভ্যেস রয়েছে। তাই অনেকের মনেই হয়ত প্রশ্ন জাগে প্যান্টের সামনের ডান দিকে ছোট্ট পকেট থাকে কেন? কিন্তু উত্তর জানা আছে ক’জনের?
অনেকে হয়তো ভেবে থাকতে পারেন ওটা খামোখা দেয়া থাকে। পিছনে দুটি পকেট, সামনে প্রমাণ সাইজের দুটো পকেট তো আছেই। তাহলে পিচ্চিটা কেন!
অনেকে ভাবতে পারেন ওই পকেটটা নিছকই স্টাইল করার জন্য। কেউ ভাবতে পারেন খুচরো পয়সা রাখার জন্য। কিন্তু কোনোটাই সঠিক উত্তর নয়।
আসলে উনবিংশ শতাব্দীর গোড়ায় আমেরিকার কাউবয়রাই এই জিনস পরা শুরু করেন। জিনসের সামনে ওই ছোট্ট পকেটটি রাখা শুরু হয় তখনই।
ওই ছোট্ট পকেটে তারা পকেট ঘড়ি রাখতেন। সেই ঘড়ি একটি চেন দিয়ে বেধে রাখা থাকত। আজ আর পকেট ঘড়ির ব্যবহার নেই। কিন্তু ঘড়ির পকেট রয়ে গেছে।
Post a Comment