একটানা ১৯ ঘণ্টা ঘুমায় যারা



 ODD বাংলা ডেস্ক: প্রাণী জগতের সবার জন্যই ঘুম অত্যন্ত জরুরি। তাই সবাই ঘুমায়। ঘুম আমাদের শরীরের চালিকা শক্তি। ঘুম ঠিকমতো না হলে কোনো কাজেই মন বসে না। কিন্তু ঘুমেরও যে শৈল্পিকতা আছে তা হয়তো অনেকেরই অজানা। কিছু প্রাণীর ওপর গবেষণা করে দেখা যায় যে, কিছু প্রাণীদের ঘুম শৈল্পিক মর্যাদাসম্পন্ন।

দক্ষিণ আমেরিকার বাদামী বাদুড়কে ঘুমের রাজা বলা হয়। এটি দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে একটানা ১৯.৯ ঘণ্টা ঘুমায়, যা দিনের ৮০ শতাংশের বেশি। দীর্ঘ ঘুমের তালিকায় ২য় অবস্থানে আছে সাঁজোয়া জাহাজ, এটি দৈনিক ১৮.১ ঘণ্টা ঘুমায়, যা দিনের প্রায় ৭৫.৪ শতাংশ।


তবে আফ্রিকার গুল্ম হাতি এর থেকে ভিন্ন। এই হাতি সবচেয়ে কম সময় ঘুমায়। এটি প্রতিদিন মাত্র দুই ঘণ্টা সময় ঘুমে অতিবাহিত করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.