ইউক্রেনকে একাই লড়তে হবে, সৈন্য পাঠাবে না ন্যাটো
ODD বাংলা ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী কয়েকটি দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়েছে। ইউক্রেন বলছে রুশ সেনাবাহিনীর যানবাহন উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রাইমিয়া ছাড়াও বেশ কয়েকটি অংশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। এছাড়া পূর্বাঞ্চলে খারকিভ এবং লুহানস্ক অঞ্চল দিয়ে রুশ বাহিনী প্রবেশ করেছে।
চলমান এই সামরিক অভিযানের মধ্যে এবার হতাশাজনক বার্তা দিলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। ইউক্রেনে কোনো সৈন্য পাঠানো হবে না বলে জানিয়েছে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। তিনি বলেন, সেখানে কোনো ন্যাটো ক্যামবেট ট্রুপ নেই, ইউক্রেনে ন্যাটোর কোনো সৈন্য নেই। আমরা এটা স্পষ্ট করে দিয়েছি যে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ও উদ্দেশ্য আমাদের নেই।
ব্রাসেলসে জোটের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। স্টোলেনবার্গ আরও বলেন, আমরা যা স্পষ্ট করেছি তা হলো আমরা ইতোমধ্যেই সৈন্য বৃদ্ধি করেছি এবং ন্যাটো অঞ্চলে জোটের পূর্বাঞ্চলে ন্যাটো সৈন্যদের উপস্থিতি বৃদ্ধি করছি। ইউক্রেন পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোটের একটি অংশীদার। তবে তারা ন্যাটোর পূর্ণ সদস্য নয়।
উল্লেখ্য, ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়াসহ আরও বেশ কিছু ইস্যু নিয়ে রাশিয়ার আপত্তি ছিল। শেষ পর্যন্ত ইউক্রেনে হামলায় চালিয়ে বসল রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরু করেছে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে। রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের বিমান ও পদাতিক বাহিনীকে নিষ্ক্রিয় করে দেয়ার চেষ্টা করছে। এরইমধ্যে বেশ কিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে।
Post a Comment