করোনা যোদ্ধাদের সন্তানদের জন্য মেডিকালে আসন সংরক্ষণ

Odd বাংলা ডেস্ক: করোনা যোদ্ধাদের পরিবারের কথা মাথায় রেখে নয়া উদ্যোগ কেন্দ্রের। নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। 

এই নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত স্বাস্থ্যকর্মী করোনা রোগীদের সেবায় নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং জীবন দিয়েছেন, তাঁদের পরিবারের সন্তানরা, যাঁরা ২০২১ সালে নিট পাশ করেছেন, তেমন পড়ুয়ারা বিশেষ কোটাতে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন। এমন পাঁচজন এমবিবিএস পড়ার সুযোগ পাবেন।

প্রত্যেক রাজ্যের শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তাকে চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্র।

প্রত্যেকটি মেডিক্যাল কলেজে থাকছে একটি করে সিট। যে মেডিক্যাল কলেজগুলির কথা নির্দেশিকাতে জানানো হয়েছে,তার মধ্যে অবশ্য পশ্চিমবঙ্গের কোনও মেডিক্যাল কলেজের নাম নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.