লাভ ইমোজি পাঠালেই অপরাধী, সাবধান!

ODD বাংলা ডেস্ক: হোয়াটসঅ্যাপে লালরঙা হৃদয়ের (লাভ ইমোজি) ছবি পাঠালে সাজার মুখে পড়তে হবে সৌদি আরবে। দেশটির এক সাইবার ক্রাইম বিশেষজ্ঞের এই হুঁশিয়ারি ছেপেছে স্থানীয় দৈনিক ওকাজে।

গালফ নিউজের খবরে বলা হয়, হোয়াটসঅ্যাপে লাভ ইমোজি পাঠানোকে এখন থেকে ‘হেনস্তা’ হিসেবে গণ্য করা হবে।

অপরাধ প্রমাণ হলে, সৌদি আইনে ওই ব্যক্তির ২-৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি গুনতে হবে প্রায় ২২ লাখ টাকা জরিমানা।

বারবার একই কাজ করলে জরিমানা হবে সর্বোচ্চ ৩ লাখ রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ ৮৯ হাজারের কিছু বেশি।

আরবি ভাষার পত্রিকা ওকাজে সৌদি আরবের অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতবি বলেন, ‘অনলাইনে কথোপকথনের সময় কোনো ছবি কিংবা অভিব্যক্তিকে যদি কেউ হয়রানি বলে মনে করেন এবং অভিযোগ করেন, তবে মামলা নেয়া হবে।’

অনলাইন ব্যবহারকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘সম্মতি ছাড়া কারও সঙ্গে কথোপকথনে যাওয়া উচিত নয়। নির্দিষ্ট আচরণ বা লাভ ইমোজিকে যৌন অভিপ্রায়ের ইঙ্গিত হিসেবে ধরে নেয়া হতে পারে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.