বিশ্বের কোন দেশে কী নামে পূজিতা দেবী সরস্বতী, জেনে নিন

Odd বাংলা ডেস্ক: সরস্বতী পুজো নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনাই থাকে। কিন্তু জানলে অবাক হবেন, শুধু ভারতেই নয়, দেশের বাইরে সারা বিশ্বের একাধিক দেশেই দেবী সরস্বতীর আরাধনা করা হয়। জেনে নিন কোথায় কোথায় বাগদেবীর আরাধনা করা হয়। 

১) বালি, ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ায় একটি বিশেষ দিন রাখা রয়েছে দেবী সরস্বতীর নামে। সেই দিন ডে অব সরস্বতী নামে পরিচিত। এদিন সরস্বতী দেবীর মূর্তিতে এবং বিভিন্ন ধর্মীয় পুঁথিপত্রে মালা দিয়ে পুজো নিবেদন করেন সকলে। 

২) তিব্বত- তিব্বতে দেবী সরস্বতী ইয়াং চেন নামে পরিচিত। তিব্বতের তন্ত্র সাধকরা বৌদ্ধ ধর্মের সঙ্গে মিলিয়ে দেবী সরস্বতীকে দেবী মঞ্জুশ্রীর সঙ্গী হিসাবে বর্ণনা করে। 

৩) জাপান- প্রায় হাজার বছর ধরে জাপানে পূজিত হয়ে আসছেন দেবী সরস্বতী। জাপানে দেবী বেঞ্জাইতেন নামে পরিচিত। তবে বেঞ্জাইতেনের কিন্তু দুটি হাত রয়েছে। আর দেবী ড্রাগন বা মতান্তরে সাপের সাপের বিরাজ করেন। পূরাণে বৃত্রাসুরকে বধ করেছিলেন দেবী, এই বৃত্রাসুরের অর্থ হল সাপ। জাপানে প্রায় একশোরও বেশি সরস্বতীর মন্দির আছে, যেখানে রীতিমতো হোম-যজ্ঞ করে দেবীর আরাধনায় মাতেন জাপানিরা।

৪) কম্বোডিয়া- কম্বোডিয়ায় দীর্ঘদিন ধরে হিন্দু রাজারা রাজত্ব করেছিলেন। আর সেইকারণেই কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের গায়ে বহু প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। কাম্বোডিয়ায় দেবী সরস্বতীকে বিবাহিত গণ্য করা হয়। প্রজাপতি ব্রহ্মা হলেন তাঁর স্বামী। কাম্বোডিয়াতে এই দেবীকে বাগেশ্বরী ও ভারতী নামে অভিহিত করা হয়। 

৫) থাইল্যান্ড- বাগ্মিতা এবং শিক্ষার দেবী সরস্বতীকে থাইল্যান্ডের মানুষও কিন্তু ভক্তিভরে পুজো করেন। তবে থাইল্যান্ডে দেবীর বাহন কিন্তু ময়ুর। 

৬) মায়ানমার- মায়ানমারে থুরাথাডি নামে পরিচিত দেবী সরস্বতী। মায়ানমারে পাওয়া একটি পুঁথিতে দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। বার্মাতেও দেবী সরস্বতী জ্ঞানের দেবী হিসেবে পূজিতা হন। এখানকার ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার আগে এই দেবীর আশীর্বাদ নিতে আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.