Odd বাংলা ডেস্ক: বিয়ের লগ্ন রাতের। সময় মতোই সেজেগুজে ঘোড়ার পিঠে চেপে আসল বর। লগ্ন অনুযায়ী শুরু হল বিয়ের অনুষ্ঠানও। এদিকে, বিয়ের অনুষ্ঠান চলার মাঝেই বরের কানে এল যে বরযাত্রীদের খেতে দিয়ে দেরী হচ্ছে। এই কথা শুনেই ক্ষেপে গেলেন পাত্র। এতটাই রেগে গেলেন যে বিয়ে করতেই অস্বীকার করলেন তিনি। মণ্ডপ ছেড়েই তিনি উঠে পড়েন। কনের বাবার সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন পাত্র কনের বাবার দেওয়া যাবতীয় উপহার ফিরিয়ে দেন এবং বিয়ের মঞ্চ ছেড়ে চলে যান।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায়। সেখানের মোহানি পঞ্চায়েতের বাতাউনা গ্রামের ঈশ্বরী তোলা গ্রামেই বিয়ে অনুষ্ঠানটি হচ্ছিল। কনের মা মীনা দেবী জানান, তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পূর্ণিয়া জেলার আমারি কুক্রাউন গ্রামের বাসিন্দা রাজকুমার ওরায়নের সঙ্গে। নির্দিষ্ট সময়েই বরযাত্রীরা বিয়ের মণ্ডপে এসে পৌঁছয়। বিয়ের অনুষ্ঠান চলাকালীনই বরপক্ষের তরফে আগত অতিথিদের খেতে দিয়ে সামান্য দেরী হয়। এতেই পাত্রের বাবা রেগে যান এবং ঝামেলা শুরু করেন।
Post a Comment