প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল হায়দরাবাদ এফসি

বুধবার ব্যাম্বোলিমের অ্যাথেলেটিক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল হায়দরাবাদ। প্রথমার্ধে ২৮ মিনিটের মধ্যেই বার্থোলোমিউ ওগবেচের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ৪১ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কেরালা ব্লাস্টার্স। ভুটানের তারকা ফুটবলার চেঞ্চো গ্লিস্টেনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। আসলে আদ্রিয়ান লুনার বাঁক খাওয়ানো একটি ক্রস হরমনজোৎ সিং খাবরা ফ্লিক করলে তা কোনও মতে রক্ষা করেন লক্ষ্মীকান্ত কাট্টিমানি। ফিরতি বলেই চেঞ্চোর শট ক্রসবারে গিয়ে লাগে। এই গোলটা হয়ে গেলে হয়তো খেলার ফল অন্য রকম হতে পারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার রাশ হাতে নেয় কেরালা ব্লাস্টার্স। সমতা ফেরানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। প্রথম ১৫ মিনিট ঝড়ের গতিতে আক্রমণ তুলে আনে কেরালা। একের পর এক সুযোগ তৈরি করেও কাজে লাাতে পারেনি কেরালা। পাশাপাশি হায়দরাবাদের কিপার লক্ষ্মীকান্ত কাট্টিমানি বেশ কিছু ভালো সেভও করেছেন।

উল্টে ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে হায়দরাবাদ। জাভিয়ার সিভেরিও-র গোলেই জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তেও হাল ছাড়েনি কেরালা। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে কেরালার হয়ে ১-২ করেন গোভিন্সি ব্যারেটো। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। খালি হাতেই কেরালাকে মাট ছাড়তে হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.