আফগানিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়ালো ভারত

Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার, ২ হাজার মেট্রিক টন গম নিয়ে তালিবান শাসিত আফগানিস্তানের দিকে রওনা দেবে ৫০ টি লরি। পাকিস্তান হয়ে আফগানিস্তানে পৌঁছবে ভারতে পাঠানো সাহায্য। পঞ্জাবের আত্তারি সীমান্ত দিয়ে গম বোঝাই ট্রাকগুলি রওনা দেবে। কূটনৈতিক দিক থেকে ভারতের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ কারণ আফগানিস্তানের মানবতার যে সংকট দেখা দিয়েছে, তাতে ভারত ও পাকিস্তান একসঙ্গে কাজ করছে। ভারতের তরফে আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা এবং গম পাঠানোর কথা থাকলেও পাকিস্তান প্রাথমিকভাবে এই প্রস্তাবে রাজি ছিল না। পরবর্তীকালে আন্তর্জাতিক স্তরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ভয়ে অবস্থান থেকে সরে এসে ভারতের প্রস্তাবে রাজি হয়েছিল ইসলামাবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.