প্রথমবার পুজো করবেন? জেনে নিন সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলী মন্ত্র, প্রণাম মন্ত্র এবং প্রার্থনা মন্ত্র


Odd বাংলা ডেস্ক: বিদ্যা-শিক্ষা-বুদ্ধি-কলা-সঙ্গীতের দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি সকল হিন্দু ঘরেই বাগদেবীর আরাধনা করা হয়ে থাকে। এদিন সকল ছাত্র-ছাত্রী-শিক্ষক সমবেত হয়ে একসঙ্গে বাগদেবীর আরাধনা করে থাকেন। 

পুরাণ বলে দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে উত্থিত। তাঁর সকল সৌন্দর্য ও দীপ্তির উৎস হলেন ব্রহ্মা। দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন যা পবিত্রতাকে সূচিত করে। সেইসঙ্গে দেবীর আসনকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে হয়। এদিন সকলে সকাল সকাল উঠে স্নান সেরেপরিস্কার বস্ত্রে দেবীর সামনে অবস্থান করেন। পুরোহিত পুজো শুরু করেন। তবে ভক্তিভরে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর কি সাড়া না দিয়ে পারেন? তাই আপনাদের সুবিধার জন্য রইল সরস্বতী পুজোর মন্ত্র, প্রণামমন্ত্র এবং সরস্বতী স্তব। 

পুষ্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠ করুন) 

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

প্রনাম মন্ত্র

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতীর স্তব

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
Blogger দ্বারা পরিচালিত.