Odd বাংলা ডেস্ক: গত সোমবার, ২১ ফেব্রুয়ারি গুজরাটের দাহদের বাসিন্দা ওই ব্যক্তি ভেড়া চরাতে গিয়ে দিল্লি-মুম্বই রুটের রেললাইনে ফাটল দেখতে পান। এরপরই তিনি কাছাকাছি কোনও রেল আধিকারিক বা কর্মীকে দেখতে না পেয়ে, হাতে লাল কাপড় নিয়েই এক কিলোমিটারেরও বেশি পথ দৌড়ে যান। সেই সময়ই ওই লাইন দিয়ে আসছিল একটি মালগাড়ি আসছিল। ওই ব্যক্তির হাত দেখানোতেই ট্রেনটি থেমে যায় এবং বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এর ফলে সেই মেষ পালককে বিশেষভাবে পুরষ্কৃত করা হয়। তাঁর নাম রাকেশ বারিয়া। ভারতীয় রেলের রাতলাম ডিভিশন থেকে সে নগদ পুরস্কার পেয়েছে।
Post a Comment